AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ১৮ জুন, ২০২১, ৪ আষাঢ় ১৪২৮

সিরাজগঞ্জে ভিটামিন”এ” প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভা


FavIcon
মোঃ জহুরুল ইসলাম,(নিজেস্ব প্রতিবেদক) সিরাজগঞ্জ:
প্রকাশিত: জুন ৩, ২০২১, ০৯:০০ পিএম
সিরাজগঞ্জে ভিটামিন”এ” প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভা
সিরাজগঞ্জে ভিটামিন”এ” প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভা

শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন”এ” প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডা. রাম পদ রায়ের সভাপতিত্বে সিভিল সার্জন মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. রাম পদ রায় জানান, ৫ জুন হতে ১৯ জুন পর্যন্ত ৬-১১ মাস শিশুদের নীল রঙ্গের ভিটামিন ”এ” ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সের শিশুদের  লাল রঙ্গের ভিটামিন ”এ” ক্যাপসুল খাওয়ানো হবে।  জেলায়  ৪ লাখ ৭৩ হাজার ৩১৬ জন শিশুকে মৃত্যুর ঝুঁকি কমানোর জন্য ২ সপ্তাহ ব্যাপি ক্যাম্পেইনে  ভিটামিন ”এ” ক্যাপসুল প্রদানের কার্যক্রম পরিচালিত হবে। অবহিত করণ সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিক্যাল অফিসার ডা. সৌমিত্র বসাক। এ সময় ডেপুটি সিভিল সার্জন ডা. শামসুল হক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Side banner