AlokitoBangla
  • ঢাকা শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
banner

চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


FavIcon
মোঃআলমগীর কামাল,চৌগাছা (যশোর),প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১০:২৭ এএম
চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের চৌগাছায় ড্রেনের পানিতে ডুবে হোসাইন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের কাকুড়িয়া গ্রামে এ
ঘটনা ঘটে।

সে কাকুড়িয়া গ্রামের মফিজুর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে নিজ বাড়ির পাশে খেলাধুলা করছিল হোসাইন। হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন খোঁজাখুঁজিরএকপর্যায়ে তাকে বাড়ির পাশে একটি ড্রেনেরপানিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে।


এরপর উদ্ধার করে উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহানাজ পারভিন টুম্পা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner