AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
banner

সিরাজগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ায় ১৯ আসামি কারাগারে


FavIcon
এম দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৯:৫১ এএম
সিরাজগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ায় ১৯ আসামি কারাগারে
সিরাজগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ায় ১৯ আসামি কারাগারে

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৯ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর আমলি আদালত এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আদালতে ২০ আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক গোলাম রব্বানী ১৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং মারুফ মন্ডল নামে এক আসামির জামিন দেন।

শাহজাদপুর আমলি আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০ আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এক আসামি শিক্ষার্থী হওয়ায় তাকে জামিন দেন আদালত। বাকি ১৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

আসামিরা হলেন- শাহজাদপুর উপজেলার চড়াচিথুলিয়া গ্রামের বাতেন মন্ডল, হোসেন মন্ডল, আলিম মন্ডল, এরশাদ মন্ডল, বাবু মন্ডল, আব্দুল খালেক, উজ্জ্বল মন্ডল, রহেল মন্ডল, মমিন মন্ডল, বাবু মন্ডল, টেক্কা মন্ডল, বাতেন মন্ডল, শের আলী, হারুন মন্ডল, মালেক মন্ডল, ফরিদ, হাকিম, জিয়া মন্ডল ও সাজাই মন্ডল।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর শাহজাদপুর পোতাজিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আমজাদ হোসেন খান উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজার সরকারি খাস সম্পত্তিতে সীমানা নির্ধারণ করতে যান। উক্ত সম্পত্তিতে বিবাদিদের প্রতি আদালতের নিষেধাজ্ঞা ছিল। ওই সম্পত্তিতে ভূমি সহকারি কর্মকর্তা সীমানা নির্ধারণ করতে গেলে আসামিরা বেআইনি অস্ত্র নিয়ে সরকারি কাজে বাধা প্রদান করেন। এসময় পোতাজিয়া ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক জামিল হোসেনকে শারীরিকভাবে জখম করা হয়। পরে এ ঘটনায় শাহজাদপুর থানায় ২৫ জনের নামে মামলা দায়ের করা হয়। আজ এই মামলায় ২০ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner