AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
banner

বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ


FavIcon
শাহনেওয়াজ মল্লিক স্বপন, বেনাপোল,(যশোর)প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০১:২৫ পিএম
বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ রয়েছে।  

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পূজা উপলক্ষে  এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ হয়ে যায়। 

তবে, মঙ্গলবার সকাল থেকে পূণরায় আমদানি-রফতানি বানিজ্য চালু হবে। আমদানি-রফতানি বানিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। 


বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। তবে, বেনাপোল বন্দরের অভ্যন্তরে লোড-আনলোড প্রক্রিয়াসহ কাস্টমস হাউজের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিকভাবে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্য শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বিশ্বাস বলেন, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আজিজ খান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে পূণরায়  আমদানি- রফতানি বানিজ্য চালু হবে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner