AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
banner

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপহরণের মামলা


FavIcon
বরিশাল,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৮:৩৮ পিএম
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপহরণের মামলা
ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান রাফি

বরিশালের বাবুগঞ্জে ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান রাফির বিরুদ্ধে এক ছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় রাফির বাবা-মাকেও আসামি করা হয়েছে। 

হাফিজুর রহমান রাফি আগরপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির ১নং যুগ্ম-আহ্বায়ক। তিনি ভূতেরদিয়া গ্রামের সবুজ মুন্সীর ছেলে। 

মামলা থেকে জানা গেছে, স্কুলে আসা-যাওয়ার পথে ছাত্রীটিকে উত্ত্যক্ত করতেন হাফিজুর রহমান রাফি। এ ঘটনা রাফির বাবা-মাকে জানালে তারা ছেলেকে শাসনের পরিবর্তে উল্টো বিয়ের প্রস্তাব দেন। মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ১৫ সেপ্টেম্বর রাতে ছাত্রীকে অপহরণ করে রাফি। 

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি মণ্ডল বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।
 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner