AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
banner
"চৌগাছায় স্মার্ট কার প্রদর্শনী"

ঘুমালে গাড়ী অটোমেটিক হবে বন্ধ, গাড়ীতে এ্যালকোহল থাকলে হবে না স্টার্ট


FavIcon
মোঃআলমগীর কামাল,চৌগাছা (যশোর),প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৮:৫৭ পিএম
ঘুমালে গাড়ী অটোমেটিক হবে বন্ধ, গাড়ীতে এ্যালকোহল থাকলে হবে না স্টার্ট
ঘুমালে গাড়ী অটোমেটিক হবে বন্ধ, গাড়ীতে এ্যালকোহল থাকলে হবে না স্টার্ট

যশোরের চৌগাছায় স্মার্ট কার প্রদর্শনী করা হয়েছে। চালক ঘুমালে গাড়ী অটো বন্ধ হয়ে যাবে। চালকের শরীরে এ্যালকোহল থাকলে গাড়ী হবে না স্টার্ট ।

সোমবার ১৮ (সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলাপরিষদ চত্বরে চলছে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা। এ মেলায় উপজেলা বিভিন্ন সরকারি দফতর ও ইনিয়নপরিষদের পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছে। এ মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

এদিকে স্থানীয় সরকার দিবস উপলক্ষে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে এসে শেষ করা হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভায় মিলিত হন কর্মকর্তা বৃন্দ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।

উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও পাশাপোল ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সুখপুুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান, ধুলিয়ানি ইউপি চেয়ারম্যান এসএম মোমিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মো রফিকুজ্জামান, চৌগাছা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম আজাদ।

আলোচনা সভার শেষে এবিসিডি কলেজের শিক্ষার্থী বিল্লাল হোসেনের আবিষ্কার স্মার্ট কার এবং স্মার্ট হেলমেটের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এই স্মার্ট কারের বিশেষ বৈশিষ্ট্য হলো এতে এমন পাঁচটি সার্কিট স্থাপন করা হয়েছে যাতে চালক নেশাগ্রস্থ হলে বা ঘুমিয়ে পড়লে গাড়িটি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। এছাড়া সিট বেল্ট না বাধলে বা গাড়িতে এ্যালকোহল জাতীয় কিছু থাকলে গাড়ি স্টার্ট হবে না। এছাড়াও দুর্ঘটনা প্রতিরোধী একটি সার্কিট ব্যবহৃত হয়েছে যাতে গাড়িটি নিজে থেকেই বন্ধ হয়ে দুর্ঘটনা প্রতিরোধ করবে।

এছাড়া স্মার্ট হেলমেটের বৈশিষ্ট হলো এটি পরে সিকিউরিটি ফিতা বাধলে সিগন্যাল দিবে এরপর মোটর বাইকটি স্টার্ট হবে। এছাড়া এটিতে দুর্ঘটনা প্রতিরোধী সার্কিটও ব্যবহৃত হয়েছে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner