AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
banner

উল্লাপাড়ার ঐতিহ্যবাহী পাচান মাঠে চলছে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট


FavIcon
মোঃ শামছুল হক,উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৯:১২ পিএম
উল্লাপাড়ার ঐতিহ্যবাহী পাচান মাঠে চলছে  শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট
উল্লাপাড়ার ঐতিহ্যবাহী পাচান মাঠে চলছে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট

উল্লাপাড়ার রামকৃষ্ঞ পুরের ঐতিহ্যবাহী পাচান মাঠে চলছে শেখ রাসেল স্মৃতি  ফুটবল টুর্ণামেন্ট।।পাচানের ঐতিহ্যবাহী শেখ রাসেল স্মৃতি ফুটবল ক্লাব খেলার  আয়োজন করে। হাজার হাজার দর্শক এ খেলা উপভোগ করেন।  আশেপাশের গ্রাম গুলো ছাড়াও দূর দুরান্তের বহু লোকজন খেলা দেখতে আসেন। জায়গা না পাওয়ার চিন্তায় খেলা শুরুর ২/৩ ঘন্টা আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ।  প্রচন্ড রোদ ও গরম উপেক্ষা করে উৎসুক জনতা খেলার মাঠে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। দীর্ঘ প্রতীক্ষার পর খেলোয়াড়রা মাঠে নামার সময় দর্শকরা হাত নেড়ে তাদের অভিবাদন জানান। 
সিরাজ গন্জের তাড়াশ উপজেলার মাধাইনগর আদিবাসি ফুটবল ক্লাব এবং বগুড়া জেলা ইয়ংস্টার ক্লাব  খেলায় অংশ নেয়। ১ম সেমি ফাইনালের এ খেলায় মাধাই নগর আদিবাসী ক্লাব বগুড়া ইয়ংস্টার ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে। 
খেলার মাঠ সহ আশপাশের ফাকা জায়গা দর্শকে ভরে যায়। সাধারন দর্শক ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ আয়োজক মন্চে উপবিস্ট থেকে খেলা উপভোগ করেন। তাদের মধ্যে রামকৃষ্ঞ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, ডাক্তার নুরুল ইসলাম সহ আরো অনেকে। 
খেলাটি পরিচালনা করেন সুযোগ্য রেফরি মোঃ শাহাদত হোসেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়। 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner