AlokitoBangla
  • ঢাকা শনিবার, ০৯ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
banner

চুয়াডাঙ্গায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন


FavIcon
মো:আতিয়ার রহমান,চুয়াডাঙা,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ১০:০৯ পিএম
চুয়াডাঙ্গায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন
চুয়াডাঙ্গায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন

পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডশন ও আন্ত: ক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবীসমূহ আদায়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাংবাদিক সম্মেলনে লিখতে বক্তব্য পড়ে শোনান, চুয়াডাঙ্গা সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সভাপতি প্রফেসর আজিজুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার দর্শনা সরকারী কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সহ-সভাপতি রেজাউল করিম, চুয়াডাঙ্গা সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান, দর্শনা সরকারী কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারী কলেজের সহকারী অধ্যাপক ইকরামুল হক, সহকারী অধ্যাপক মাসুদ পারভেজসহ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নেতৃবৃন্দ।


 

Banner
Side banner
Side banner