AlokitoBangla
  • ঢাকা শনিবার, ০৯ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
banner

চুয়াডাঙ্গার মেয়ে-নাতনি হতাহতকারী আজিজুল আটক


FavIcon
মো:আতিয়ার রহমান,চুয়াডাঙা,প্রতিবেদক:
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ০৯:১৬ পিএম
চুয়াডাঙ্গার মেয়ে-নাতনি হতাহতকারী আজিজুল আটক
চুয়াডাঙ্গার মেয়ে-নাতনি হতাহতকারী আজিজুল আটক

চুয়াডাঙ্গার মেয়ে-নাতনি হতাহতকারী বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার মরহুম বদর উদ্দিন মন্ডলের ছেলে আজিজুলকে (৬২) ভারত সীমান্তবর্তী চাকুলিয়া গ্রাম থেকে আটক করেছে বিজিবি। বিজিবি দাবী করেছে সে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার আগেই তাকে আটক করা হয়।
ঠাকুরপুর বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার কাজি আজাদ বলেন, অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার আগেই সোমবার (২ অক্টোবর)  সকাল সাড়ে ৮টার সময় ৮৭/৩ আর মেইন পিলারের কাছ থেকে বিজিবি ল্যান্স নায়েক শাহিন আলমের নেতৃত্বে আজিজুলকে আটক করে বিজিবি সদস্যরা। এরপর তাকে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের কাছে হস্থান্তর করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন এদিন বেলা পৌনে ১টার দিকে এক বার্তায় দাবী করে জানান, হতাহতের ঘটনায় সোমবার (২ অক্টোবর) দামুড়হুদা মডেল থানায় ঘাতক আজিজুলের স্ত্রী সইনা খাতুন ৩০২/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/ ধারায় মামলা দায়ে করেন। মামলা নম্বর- ০৩। এরই এক ঘন্টার মধ্যে দামুড়হুদা মডেল থানা পুলিশর অফিসার ইনচার্জ আলমগীর হোসেনের নেতৃত্ব পুলিশ সদস্যরা এদিন বেলা আনুমানিক সাড়ে ১১টার সময় এজাহারভুক্ত ঘাতক আজিজুলকে গ্রেপ্তার করে। এ বার্তায় অবশ্য পুলিশ ঘাতক আজিজুলকে কোন স্থান থেকে গ্রেপ্তার করেছে তার উল্লেখ নেই। তিনি আরো জানান, আজিজুলকে নিবিড় জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা সে স্বীকার করেছে।
উল্লেখ্য,চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ায় পারিবারিক কলহে ধারালো অস্ত্রাঘাতে মা-মেয়ে হতাহত হওয়ার ঘটনাটি ঘটে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে। তালাকপ্রাপ্ত নিহত মর্জিনা খাতুন (৩০) ওই গ্রামের ঘাতক আজিজুলের মেয়ে ও আহত রেক্সোনা (১৩) তার নাতনি।
 

Banner
Side banner
Side banner