AlokitoBangla
  • ঢাকা শনিবার, ০৯ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
banner

চৌহালীতে বাল্য বিয়ে- মাদক নির্মূলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সচেতনতা সভা


FavIcon
মাহমুদ হাসান, চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০৯:৫২ পিএম
চৌহালীতে বাল্য বিয়ে- মাদক নির্মূলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সচেতনতা সভা
চৌহালীতে বাল্য বিয়ে- মাদক নির্মূলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সচেতনতা সভা

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় চৌহালী থানার আয়োজনে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সহকারী শিক্ষক ইদ্রিস আলীর সঞ্চালনায় প্রধান শিক্ষক মো. শামছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌহালী থানার অফিসার ইনচার্জ  হারুন অর রশিদ।

এ সময় বাল্য বিবাহ, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার, নারী নির্যাতন অপহরণ ও মাদক সেবন এর বিষয়ে ছাত্রীদের বিভিন্ন  দিকনির্দেশনা প্রদান করা হয়।

এসময় বক্তব্যে ওসি হারুন অর রশিদ সমবেত শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, দেশে জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র, বাল্যবিবাহ ও ইভটিজিং, অনিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং প্রতিনিয়ত বেড়েই চলছে। এক্ষেত্রে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জনমনে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি আরও বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। আমাদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিশেষ করে ছাত্র সমাজ ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে সবার আগে। তিনি শিক্ষার্থী অভিভাবকদের যেকোন আইনী সহায়তা প্রদান করবে বলে আশ্বস্থ করেন এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং দমনে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় চৌহালী থানা পুলিশের একটি টিম,বিদ্যালয়ের শিক্ষক ও তিন শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন ৷

 

Banner
Side banner
Side banner