AlokitoBangla
  • ঢাকা শনিবার, ০৯ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
banner

শার্শায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


FavIcon
শাহনেওয়াজ মল্লিক স্বপন, বেনাপোল,(যশোর)প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০৫:১৪ পিএম
শার্শায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
শার্শায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শার্শায় ২৪ কেজি গাঁজাসহ আলম শেখ (৩৮) ও লাল্টু মোড়ল (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর রাতে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের বহিলাপোতা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক আলম শেখ বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে ও লাল্টু মোড়ল একই থানার মানকিয়া গ্রামের সাজেদ আলীর ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, শার্শার বহিলাপোতা গ্রামে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আলম শেখ ও লাল্টু মোড়লকে আটক করা হয়। পরে, তাদের কাছে থাকা কস্টেপ দিয়ে মোড়ানো ১২টি বান্ডিলে ২৪ কেজি গাঁজা পাওয়া যায়।

উদ্ধারকৃত গাঁজার অনুমান মূল্য ১৪,৪০,০০০/- (চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার) টাকা। 

শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।

 

Banner
Side banner
Side banner