শনিবার (১৮ নভেম্বর) সকালে নড়াইলে জেলা পুলিশ সুপার (এসপি) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মেহেদী হাসান। এ সময় নতুন পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান নড়াইলের বিদায়ী পুলিশ সুপার (এসপি) মোসাঃ সাদিরা খাতুন। এছাড়া একই সময়ে আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী এসপি।
জানা গেছে, নড়াইলের নবাগত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রোটেকশন বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। গত ১৪ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোঃ মেহেদী হাসানকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়।
আপনার মতামত লিখুন :