AlokitoBangla
  • ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
banner
বহুলী ডি,কে,বি,ইউ,ডিগ্রি কলেজে দুনীর্তি

অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজসে বেতন উত্তোলনের অভিযোগ


FavIcon
মোঃ জহুরুল ইসলাম,(নিজেস্ব প্রতিবেদক) সিরাজগঞ্জ:
প্রকাশিত: জুন ১২, ২০২১, ০২:০৭ পিএম
অবসরপ্রাপ্ত  অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজসে বেতন উত্তোলনের অভিযোগ
অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজসে বেতন উত্তোলনের অভিযোগ

বহুলী ডি,কে,বি,ইউ,ডিগ্রি কলেজের ৫ মাস পুর্বে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজসে  সরকারী নীতিমালা তোয়াক্কা না করে নিজ স্বাক্ষরে বেতন উত্তোলনের  অভিযোগ উঠেছে। এ বিষয়ে  এলাকার সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে অবৈধভাবে বেতন উত্তোলনের ঘটনার প্রতিকার চেয়ে।গত ৮/৬/২০২১ ইং তারিখে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মো. হায়দার আলী মন্ডল।অভিযোগে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডি,কে,বি,ইউ,ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন গত ৩১.১২.২০২০ ইং তারিখে অধ্যক্ষ পদ থেকে অবসর পান। মো. আনোয়ার হোসেন অবসরের পর সহকারী অধ্যাপক (বাংলা) আঞ্জুয়ারা সুলতানা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।  ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইফুল ইসলামের যোগ সাজসে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন সরকারী নীতিমালা লংঘন করে ৫ মাস অবসরে থাকার পর বেতন বিলে নিজ স্বাক্ষরে অবৈধভাবে ব্যাংক থেকে  টাকা উত্তোলনের বিষয়টি ফাঁস হয়ে যায়।এব্যাপারে অভিযুক্ত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে, তিনি টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করেন।পরবর্তীতে ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলামের ছোট ভাই বহুলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মঞ্জুরুল ইসলাম তালুকদার বলেন,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেনকে বিশেষ ক্ষমতায় চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে ।নিয়োগপত্র দেখতে চাইলে,তিনি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন ৩দিন অতিবাহিত হলেও,চুক্তি ভিত্তিক কোন নিয়োগপত্র দেখাতে পারেনি।এলাকাবাসি দুনীর্তিবাজ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাইফুল ইসলামের  শিক্ষা প্রতিষ্ঠানের অবৈধ কর্মকান্ড বন্ধের জন্য উর্দ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

 

Banner
Side banner
Side banner