AlokitoBangla
  • ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
banner
প্রেস কনফারেন্স

সিরাজগঞ্জে করোনা ও বন্যা মোকাবিলায় এাণ ও কৃষি প্রণোদনায় সরকারী পরিসেবা


FavIcon
মোঃ জহুরুল ইসলাম,(নিজেস্ব প্রতিবেদক) সিরাজগঞ্জ:
প্রকাশিত: জুন ১৭, ২০২১, ০৪:১৯ পিএম
সিরাজগঞ্জে করোনা ও বন্যা মোকাবিলায় এাণ ও কৃষি প্রণোদনায় সরকারী পরিসেবা
সিরাজগঞ্জে করোনা ও বন্যা মোকাবিলায় এাণ ও কৃষি প্রণোদনায় সরকারী পরিসেবা

সিরাজগঞ্জের প্রত্যান্ত চরাঞ্চলের মানুষের  করোনা  ও বন্যা মোকাবিলায় এাণ ও কৃষি প্রণোদনায় সরকারী পরিসেবার কার্যকারীতা বিষয় সিবিও সুশীল সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে সিবিও সভাপতি মোছা. রহিমা খাতুনের সভাপতিত্বে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।বৃস্পতিবার (১৭ জুন) সকালে ইউরোপিয়ান এর  অর্থায়নে অক্সফাম ইন বাংলাদেশ সিপিডি’র অংশীদারিদ্রোর যৌথ উদ্দ্যেগে ও মানবমুক্তি সংস্থার আয়োজনে এসডিজি লক্ষ্য অর্জনে প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের  যুগ্নসাধারন সম্পাদক আব্দুল মজিদ বক্তব্য রাখেন।গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ গ্রহনের প্রেস কনফারেন্সে  চৌহালী চরাঞ্চলের স্থল ও ঘোরজান ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বিভাগের উপর সিবিও নেতৃবৃন্দরা আলোচনা করেন ।  তারা বলেন- চৌহালীর স্থল ও ঘোরজান ইউনিয়নের মানুষের জীবন জীবীকায় নানা প্রতিকুলতার মধ্যে রয়েছে। এই এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় সরকারী সকল ধরনের সহযোগীতায় অনিয়ম ও দুর্নীতি করছেন সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।  সুবিধা বঞ্চিতরা না পাচ্ছে ভাল শিক্ষা, না পাচ্ছে স্বাস্থ্য সেবা। এই অঞ্চলের  মানুষের  করোনা কালীন সময়ে পরিবার পরিজন নিয়ে দুর্বিসহ জীবন যাপন করছেন বলে উল্লেখ করেন তারা । চরাঞ্চলের মানুষকে বাঁচাতে সরকারী কর্মকর্তা, সুশীল সমাজ ও সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন সিবিও নেতৃবৃন্দরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবমুক্তি সংস্থা রি-কল প্রকল্পের সমন্বয়ক গুরুদাস বিশ্বাস। গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ গ্রহনে কমিউনিটি মোবিলাইজার রাজিব সিদ্দিকসহ মানবমুক্তি সংস্থার কর্মকর্তা,কর্মচারী, সুশীলসমাজ, শিক্ষক, সিবিও নেতৃবৃন্দ ও  সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।

 

Banner
Side banner
Side banner