AlokitoBangla
  • ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
banner

মণিরামপুরের প্রতিবন্ধী কবির হত্যা মামলায় চার্জশিট আদালতে


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজেস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: জুন ১৭, ২০২১, ০৪:২৪ পিএম
মণিরামপুরের প্রতিবন্ধী কবির হত্যা মামলায় চার্জশিট আদালতে
মণিরামপুরের প্রতিবন্ধী কবির হত্যা মামলায় চার্জশিট আদালতে

যশোরে মণিরামপুরের মোহনপুর গ্রামের প্রতিবন্ধী বোরহান কবির হত্যা মামলায় হাদিউজ্জামান নাঈমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্ত নাঈম মণিরামপুরের কৃষ্ণবাটি গ্রামের নুরুল ইসলাম দফতরির ছেলে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই শাহাবুল আলম। চার্জশিটে অভিযুক্ত নাঈমকে আটক দেখানো হয়েছে।মামলার অভিযোগে জানা গেছে, বোরহান কবির মানসিক প্রতিবন্ধী। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সে মণিরামপুর বাজারের একটি কোচিং সেন্টারে যায়।  এরপর একটি সাইকেলে কবির রাজগঞ্জ-চাঁচড়া সড়কের খালিয়া গ্রামের পাকা রাস্তায় গিয়ে একটি মোটরসাইকেল আসতে দেখে। তখন সে তার সাইকেল রেখে মোটরসাইকেল থামানোর সংকেত দেয়। মোটরসাইকেল চালক নাঈম ছিনতাইকারী ভেবে তার সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে নাঈম লোহার রড দিয়ে কবিরের মাথায় আঘাত করে গুরুতর জখম করে। আহত কবিরকে প্রথমে মণিরামপুর পরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পরেরদিন মারা যায় কবির। এ ঘটনায় নিহতের পিতা আহসানুল বাদী হয়ে নাঈমকে আসামি করে মণিরামপুর থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামির দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় নাঈমকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্ত কর্মকর্তা।

 

 

Banner
Side banner
Side banner