AlokitoBangla
  • ঢাকা রবিবার, ২৫ জুলাই, ২০২১, ১০ শ্রাবণ ১৪২৮

যশোরে দুই দিনে সড়ক দুর্ঘটনায় ৪ গরু ব্যবসায়ী নিহত


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৮:৩১ পিএম
যশোরে দুই দিনে সড়ক দুর্ঘটনায় ৪ গরু ব্যবসায়ী নিহত
যশোরে দুই দিনে সড়ক দুর্ঘটনায় ৪ গরু ব্যবসায়ী নিহত

যশোরে এক রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে গরু বোঝাই ভ্যান আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।রোববার সকালে অভয়নগর উপজেলার তালতলা মাইলপোস্ট নামক এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনায় তিনটি গরুও মারা পড়ে।নিহতরা হলেন অভয়নগর উপজেলার আড়পাড়া গ্রামের নওশের আলী শেখের ছেলে শহিদ শেখ এবং কাদিরপাড়া গ্রামের কাবিল ইসলামের ছেলে রফিকুল ইসলাম।যশোরে এদিন এ ঘটনাসহ দুই সড়ক দুর্ঘটনায় চার গরু ব্যবসায়ীর মৃত্যু হল।নওয়াপাড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার বুলবুল আহমেদ জানান, সকাল সাড়ে ৮টায় গরু বোঝাই একটি নসিমন রেল ক্রসিং পার হচ্ছিল। খুলনা থেকে ছেড়ে আসা রূপসা ট্রেনের সাথে আঘাত লাগলে নসিমনে থাকা ৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন নসিমনে থাকা তিন গরু ব্যবসায়ী। তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্টেশন মাস্টার জানান, তালতলার ওই রেলক্রসিং অবৈধ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া জাহান বলেন, তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।নিহত শহিদ শেখের ভাতিজা আশিকুর রহমান জানান, খুলনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শহিদ শেখ এবং রফিকুল ইসলামের মৃত্যু হয়।আহত অপর ব্যবসায়ী মো. রাসেলের অবস্থা আশঙ্কাজনক।যশোরে তিন বাহনের সংঘর্ষে ২ গরু ব্যবসায়ী নিহত।এরআগে সকালে যশোর শহরের আরবপুরে ট্রাক এবং পিকআপের সংঘর্ষে অপর দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়। চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১২ জন গরু ব্যবসায়ী এক পিকআপে বরিশালে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে।এতে নিহতরা হচ্ছেন জীবননগর উপজেলার মেজেরহুদা গ্রামের মোংলা মন্ডলের ছেলে আব্দুল আলিম এবং গোয়ালহুদা গ্রামের মোসলেম মোল্যার ছেলে জহুরুল ইসলাম।

 

Side banner