AlokitoBangla
  • ঢাকা রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৪ আশ্বিন ১৪২৮

সিরাজগঞ্জে "সুখ পাখি"র উদ্যোগে ১২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


FavIcon
জহুরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক) সিরাজগঞ্জ:
প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ০৯:৫৫ এএম
সিরাজগঞ্জে
সিরাজগঞ্জে "সুখ পাখি"র উদ্যোগে ১২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জে  করোনা মোকাবেলা ও আসন্ন পবিত্র ঈদুল আযহা  উপলক্ষ্যে,মানবতার সংগঠন- “সুখ পাখি” এর উদ্যোগে – গরীব, দুঃস্থ, অসহায় ও কর্মহীন ১২০টি পরিবারের মাঝে ১ কেজি করে  গরুর মাংস, তেল ও মসলা বিতরন করা হয়েছে।বৃহস্পতিবার (২২জুলাই-২০২১ ) দুপুরে সিরাজগঞ্জ পৌরএলাকার হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ-স্বাস্হ্য বিধিমেনে-  উক্তখাদ্য বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , “সুখপাখি”-সংগঠনের পরিচালক সদস্য ও রেডপ্রধান সমন্বয় রাসেল রহমান, সদস্য - আব্দুল মোমিন, মামুন, সোহেল,আরমান,জয়,তমাল ,আশরাফুল, সবুজ, রায়হান,ডিওন, সজীব, উৎস, সাগর, রাব্বী,হাসান আদনান, সুজন প্রমুখ।এ সময়“সুখপাখি”র প্রতিষ্ঠাতা শেখ রজব আলী, সহকারি প্রতিষ্ঠাতা আশরাফুল আলম, পরিচালক সদস্য-ডা.গোলাম কিবরিয়া, রাসেল রহমান, মিলন সেখ, মাসুদুল কবীর, ইঞ্জিনিয়ার আবু তালহা, হাসান ইমাম, হারুন-অর- রশীদ, সাইফুল ইসলাম সহ সংগঠনের  অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

 

Side banner