জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত না করে স্বাস্থ্য বিধি মেনে সরাসরি পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। রবিরার (২৩ জানুয়ারী ) সকালে নাজমুল চত্বর প্রেসক্লাব মোড়ে সাকিব শাকিলের সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন- ২০২০ সালের পরীক্ষা ২০২২ সালে হবার কথা ছিল। কিন্তু সেটাও বন্ধ হবার উপক্রম হয়েছে। করোনার থাবায় স্কুল কলেজ বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ায় স্থবিরতার দেখা দিয়েছে। করোনা চলাকালীন সময়ে সকল কার্যক্রম পরিচালিত হলে আমাদের স্কুল কলেজ বন্ধ করা চলবে না। স্কুল কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেয়া হচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন। মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত না করে স্বাস্থ্য বিধি মেনে সরাসরি পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধনে শিক্ষার্থী কেএম কামরুল,নীল মুহম্মদ জাহাঙ্গীর, ইমার খান, ইমরান হোসেন,আলী আকবর, মোহিত, মাসুম বিল্লাহ, আব্দুস সবুর তানভীর, শাহনাজ,সনাতন কুমার,বাদশা,হ্যদয়, ও তানভীর বক্তব্য রাখেন।
**মন্তব্য সমূহ পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।
আপনার মতামত লিখুন :