সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ( ৮ মে) সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে মহান মে দিবস ২০২২ উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এ সময় আলোচনা সভা উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার ,শ্রম কল্যাণ কেন্দ্র সংগঠক মো. এখলাছুর রহমান, ট্রাক কাভার্ড ভ্যান এবং পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. আকমল হোসেন, জেলা রং মিস্ত্রি সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিম, সহ সভাপতি মো. বাদল সেখ, সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম রকি, আলামিন হোসেন, সিরাজগঞ্জ জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাই প্রমূখ।অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রাশেদ হুসাইন।
আপনার মতামত লিখুন :