গাজীপুরের টঙ্গী হোন্ডা রোডের গণস্বাস্থ্য হাসপাতালের সামনে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ধারালো ছোরা জব্দ করা হয়েছে।গ্রেফতার ব্যক্তিরা হলেন- হাজির মাজার বস্তি এলাকার মিলন (২০), সঞ্জিত দাস (২৪) ও লেদু মোল্লা রোডের রশিদ (৩২)।পশ্চিম থানা পুলিশের এসআই এসএম মেহেদি হাসান জানান, টঙ্গী বাজারের পশ্চিম পাশে হোন্ডা রোডে গণস্বাস্থ্য হাসপাতালের সামনে একদল দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানা পুলিশের একদল সদস্য ভোররাত তিনটার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।পরে তাদের হেফাজত থেকে তিনটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের ৮-৯ জন সদস্য কৌশলে পালিয়ে যায়। গ্রেফতার ব্যক্তিদের বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম বলেন, গ্রেফতার ডাকাতদলের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা শেষে দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :