প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিক্ষোভ মিছিল নিয়ে যুবলীগের নেতৃবৃন্দ পাঁজিয়া বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশ করে।পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমূল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান বাবু, হাবিবুর রহমান, টিটু আহমেদ, সদস্য জিয়াউর রহমান, ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ, আজিজুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আপনার মতামত লিখুন :