কেশবপুরের মানবাধিকার সংগঠন পরিত্রাণের উদ্যোগে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে যশোরে অর্ধবার্ষিকী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যশোরের পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালকের কার্যালয়ে ওই সমন্বয় সভার আয়োজন করা হয়।পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক কাজী ফারুক আহমেদ। প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাসের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক আলিফ নুর, ডা. মো. আসাদুজ্জামান, ডা. চন্দ্র শেখর কুন্ডু, এফপিও প্রদীপ কুমার বিশ্বাস , সেকমো ফিরোজ কবীর ও এফপিআই বিশ^নাথ আইচ।সমন্বয় সভায় কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নে আলোচনা করা হয়। আলোচনায় বিগত ছয় মাসের মধ্যে ওই কেন্দ্র থেকে যে সকল কিশোর কিশোরী সেবা নিয়েছে তাদের সন্তুষ্টি ও মতামতের উপরে যে স্কোরিং করা হয় সে ব্যাপারে উপস্থাপন করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস।
আপনার মতামত লিখুন :