সিরাজগঞ্জ সদর থানার ঢুলি পাড়া মহল্লার দুর্ধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ নাজমুল হোসেনের নিকট জিম্মি হয়ে পরেছে জানপুর ৮ নং ওয়ার্ডের নিরীহ জনসাধারণ,দোকান মালিক ও ব্যবসায়ীরা। বিগত ১০ দিনে পরপর ৪ বার নাজমুল তার সন্রাসী বাহিনী নিয়ে জানপুর মহল্লার নিরীহ জনসাধারণের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও দোকান পাট ভাংচুর ও লুটপাট করলেও পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্হা নিতে পারেনি বলে অভিযোগ ভুক্তভোগী জনসাধারণ ও দোকান মালিকদের। গত ১৪ জুন (মঙ্গলবার)নেশার টাকা না পেয়ে জানপুর মহল্লার প্রথম শ্রেণির ঠিকাদার শামীম হোসেনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসী নাজমুল। এর এক সপ্তাহ পূর্বে পরপর দুইবার জানপুর মহল্লার নিরীহ জনসাধারণের উপর হামলা চালায় নাজমুলের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। ঠিকাদার শামীম হোসেনের উপর হামলা পরিপ্রেক্ষিতে তিনি ১৪ জুন সন্ত্রাসী নাজমুলকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর জেরে সন্ত্রাসী নাজমুল তার বাহিনী নিয়ে বাহিরগোলা পিডিবি গেইট সংলগ্ন ঠিকাদার শামীম হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার উদ্দেশ্য আসিলে এলাকার জনগণ প্রতিরোধ গড়ে তোলে। প্রতিরোধের মূখে সেখান থেকে চলে এসে বাহিরগোলা রেল ব্রীজ পার হয়ে জানপুর মহল্লার নিরীহ জনসাধারণের উপর হামলার উদ্দেশ্য জড়ো হলে জানপুর মহল্লাবাসী প্রতিরোধ গড়ে তোলে। এতে করে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।প্রায় দেড় ঘন্টা ব্যাপী এই সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পরবর্তীতে ঘটনা স্হলে পুলিশ আসলে উভয় পক্ষ পিছু হটে। এসময় ঢুলি পাড়ার সন্ত্রাসীরা বাহিরগোলা রেল ব্রীজ এলাকা ত্যাগ করে পিডিবির গেট দিয়ে প্রবেশ করে সেখানে অবস্থিত জানপুর মহল্লার নিরীহ দুই দোকানদার জাহাগীর ও বাবুর দোকান ভাংচুর করে ও দোকানের মালামাল ও ক্যাশ লুট করে নিয়ে যাওয়ার সময় অপর দোকানদার তারেকের ফ্রিজ ভাঙচুর করে ।এতে করে তাদের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।এব্যাপারে ভূক্তভোগী ও এলাকার নিরীহ জনসাধারণের দাবী অতি সত্বর ঢুলিপাড়ার সন্ত্রাসী নাজমুল ও তার বাহিনীর সদস্যদের আইনের আওতায় আনা না গেলে। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আর এতে করে প্রাণহানির মত ঘটনার আশংকা করছে সর্বস্তরের জনসাধারণ।তাই প্রশাসনের ঊর্ধ্বতন মহলের আশুহস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসি ।এব্যপারে ১নং ফাঁড়ির এস আই ফারুক বলেন,এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে । ক্ষতিগ্রস্ত দোকানদাররা অভিযোগ দিলে আইনগত ব্যবস্তা নেয়া হবে ।
আপনার মতামত লিখুন :