AlokitoBangla
  • ঢাকা বুধবার, ০৬ জুলাই, ২০২২, ২২ আষাঢ় ১৪২৯

নোয়াখালীতে বড় ভাইকে কুপিয়ে জখম করল ছোট ভাই,আটক -২


FavIcon
গিয়াস উদ্দিন রনি,নোয়াখালী,প্রতিবেদক:
প্রকাশিত: জুন ২০, ২০২২, ০৭:৩৮ পিএম
নোয়াখালীতে বড় ভাইকে কুপিয়ে জখম করল ছোট ভাই,আটক -২
নোয়াখালীতে বড় ভাইকে কুপিয়ে জখম করল ছোট ভাই,আটক -২

নোয়াখালীর চাটখিল উপজেলায় অটোরিকশায় চার্জ দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে জখম করল আপন ছোট ভাই।আহত শেখ ফরিদ (৪৫) উপজেলার কুলুশ্রী গ্রামের গোলাম মোস্তফার ছেলে।গতকাল রোববার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নং মোহাম্মদপুর ইউনিয়নে কুলশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে অটোরিকশায় চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই জামাল হোসেন (৩৮) বড় ভাই শেখ ফরিদের মাথায়, কাঁদে, পিঠেসহ শরীরের বিভিন্ন অংশে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহত বড় ভাইকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী নোয়াখালী  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।চাটখিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) ওয়াহিদুল করিম বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার হাসপাতালে অবস্থান করছে। তাদের লিখিত এজাহারের ভিত্তিতে পরবর্তী আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

 

 

Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner