ইউনিয়ন পরিষদের এক সদস্যকে হামলা চালিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত আশানুজ্জামান বাবলু যশোরে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের মহিশাকুড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের রাহাজ্জান আলীর ছেলে।বেনাপোল বন্দর থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাবলু বালুন্ডা বাজারে তিন রাস্তার মোড়ের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় আচমকা একদল লোক এসে তার ওপর বোমা হামলা করে এবং এলোপাতাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাবলু পড়ে গেলে তাকে গলা কেটে হত্যা করা হয়।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনিদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :