সিরাজগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে দুই কেজি হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব -১২ সদস্যরা । এ সময় তাদের কাছ থেকে মাদক পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।রবিবার দুপুরে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার বিকাল ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানা এলাকা থেকে এ মাদকগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সুলতানগঞ্জ এলাকার শামসুল হুদা লোকমানের ছেলে রাশিদুল হক ওরফে মনি (২২), একই উপজেলার ব্রাহ্মণ গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামান ওরফে রনি (২৩) ও চাঁপাইনবাবগঞ্জ উপজেলা সদরের হরমা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল আহম্মেদ (২০)।
আপনার মতামত লিখুন :