AlokitoBangla
  • ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
banner

তৃতীয় চালানের জ্বালানী কয়লা নিয়ে বুধবার সকালে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি সানিয়া


FavIcon
মোঃইব্রাহীম হোসেন,মংলা, বাগেরহাট,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২, ০১:১৩ পিএম
তৃতীয় চালানের জ্বালানী কয়লা নিয়ে বুধবার সকালে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি সানিয়া
তৃতীয় চালানের জ্বালানী কয়লা নিয়ে বুধবার সকালে মোংলা বন্দরে ভিড়েছে এম,ভি সানিয়া

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় চালানের জ্বালানী কয়লা নিয়ে বুধবার সকাল ৯ টায় মোংলা বন্দরে হাড়বাড়ীয়ার ১৩ নম্বরে এ্যাংকোরেজ ভিড়েছে বিদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি সানিয়া। এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮টায় দ্বিতীয় চালানে আসা কয়লা নিয়ে এম,ভি মাগদা-পি হাড়বাড়ীয়ার ১২ নম্বর এ্যাংকোরেজে ভিড়ে। তারও আগে প্রথম চালানের কয়লা নিয়ে এ বন্দরে আসে এম,ভি আকিজ হেরিটেজ। আর এসকল কয়লাই আমদানী করা হয়েছে ইন্দোনেশিয়া থেকে। 

বিদেশী জাহাজ এম,ভি সানিয়া'র স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এন্ড লজিস্টিক লিঃ এর ম্যানেজার খন্দকার রিয়াজুল হক জানান, রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী কয়লা নিয়ে বুধবার সকাল ৯টায় বন্দর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১৩ নম্বরে এ্যাংকোরেজ করেছে এম,ভি সানিয়া। এ জাহাজটি হতে লাইটারে দুপুর ১২টা থেকে কয়লা খালাস শুরু হবে। আর এর আগে মঙ্গলবার রাতে ভিড়া এম,ভি মাগদা-পি জাহাজটি হতে রাতেই কয়লা খালাস ও লাইটারে পণ্য পরিবহণ শুরু হয়েছে। 

Banner
Side banner
Side banner