AlokitoBangla
  • ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
banner

চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক


FavIcon
মো:আতিয়ার রহমান,চুয়াডাঙা,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২, ০৬:৩১ পিএম
চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক
চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করলেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

যার জন্ম না হলে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেতাম না। তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল তারা হলেন বীর মুক্তিযোদ্ধা। তাদের কথা চিন্তা করে সরকার আজ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন তৈরি করছে।

আজ শনিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের উদ্ধোধনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপরোক্ত কথা বলেন। চুয়াডাঙ্গা শহরের এতিমখানা পাড়ায় তিন তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৪৫ লাখ ২১ হাজার টাকা।

উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ২ আসনের এমপি আলি আজগর টগর, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম মালিকসহ অন্যরা ।

 

Banner
Side banner
Side banner