AlokitoBangla
  • ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
banner

বিএনপি কখনোই গণতন্ত্রের বিকাশ চায় না : সমাজকল্যাণমন্ত্রী


FavIcon
রংপুর,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ০৮:০৫ পিএম
বিএনপি কখনোই গণতন্ত্রের বিকাশ চায় না : সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি কখনোই গণতন্ত্রের বিকাশ চায় না : সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি কখনোই গণতন্ত্রের বিকাশ চায় না। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে চলমান উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত তারা।

রোববার দুপুরে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের পাঁচতলা বিশিষ্ট শেখ কামাল ছাত্রাবাস ও শেখ ফজিলাতুননেছা ছাত্রী নিবাসের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আমজাদ হোসেন, ডিসি আসিব আহসান, মহানগর আওয়ামী লীগ সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডলসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে মন্ত্রী ভবন উদ্বোধন করেন এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, ২০১৪ সালেও তারা পেট্রোলের আগুনে মানুষ মেরেছে। আবারো একই ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। সেটা কখনোই এদেশের জনগণ হতে দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার দ্বার প্রান্তে ঠিক সেই মুহূর্তে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। এর বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।

 

Banner
Side banner
Side banner