বাংলাদেশ মহিলা পরিষদ,কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে, নারীও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ নভেম্বর)বিকেল সাড়ে ৪ টার দিকে মহিলা পরিষদের কুষ্টিয়া জেলা অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ মহিলা পরিষদ,কুষ্টিয়া জেলা শাখার সহসভাপতি শিপ্রারানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, এ্যাড. আরশেদ আলী, মানবাধিকারকর্মী তৌসিকুল ইমলাম বিপ্লব, সংগঠনের সাধারণ সম্পাদক তসলিমা খান মলতা, প্রশিক্ষণ সম্পাদক ছায়েদা হক, আন্দোলন সম্পাদক নাজমা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক রুখসানা পারভিন, লিগ্যাগ এইড সম্পাদক নিলুফা বেগম রিনা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সকলকে সচেতন এবং সামাজিক ভাবে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নারীরা সমাজের আর্শিরবাদ। নারী নির্যাতন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজে নারী নির্যাতন প্রতিরোধ সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলাপরিষদ কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন পাড়া ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :