সিরাজগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত সদস্যদের সংবর্ধনা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের চেয়ারম্যানের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.কেএম হোসেন আলী হাসান, সাধারন সম্পাদক আলহাজ আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু ইউসুব সুর্য্য, আলহাজ ইসাহাক আলী,আওয়ামীলীগের সভানেত্রী সেলিনা বেগম স্বপ্না, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও জেলা পরিষদের সদস্য একরামুল হক প্রমুখ।
এ সময় জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ২জন নারী সদস্যসহ ১১জন সদস্যকে বরণ করে নেন সাবেক মন্ত্রী জেলা পরিষদের চেয়ারম্যান।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন।
আপনার মতামত লিখুন :