পাবনার চাটমোহর পৌর সদরের দুইটি রেস্টুরেন্টে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের কর্মকর্তারা চাটমোহর পৌর সদরের স্টার হোটেল এ- রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন।
এ সময় মূল্য তালিকা না টাঙ্গানো ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে স্বাদ হোটেল এ- রেস্টুরেন্টে ৫ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি। এ সময় চাটমোহর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :