যশোরে শার্শা উপজেলার সীমান্তে আট কেজির বেশি ওজনের ৭০টি সোনার বারসহ দুই জন বিজিবির অভিযানে আটক হয়েছেন, যাদের পাচারকারী বলছেন বিজিবি সদস্যরা।বুধবার বিকালে উপজেলার সীমান্তের পাঁচ কায়বা গ্রামের একটি আমবাগান থেকে স্বর্ণের এই চালান জব্দ করা হয় বলে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান।
আটক শফিকুল ইসলাম (২৯) বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের এবং হান্নান প্রধান চাঁদপুরের জেলার কচুয়া উপজেলার বটদৈল গ্রামের বাসিন্দা।এ সময় ইয়াকুব আলী ব্যাকা (৩৪) নামের একজন পালিয়ে যান বলে বিজিবি জানিয়েছেন। তার বাড়ি শার্শার আমলাই গ্রামে।
লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, পাঁচ কায়বা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের জন্য আনা হচ্ছে সংবাদে অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামতে বলা হয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি ধাওয়া দিয়ে দুজনকে ধরে ফেলে।
পরে তল্লাশি করে প্রাইভেটকারের স্টিয়ারিংয়ের পাশে মিটারবক্সের ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০টি স্বর্ণের বার পাওয়া যায়; যেগুলোর ওজন ৮ কেজি ১৬৩ গ্রাম।এই স্বর্ণের বাজারমূল্য ৬ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার ৪০৮ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।তিনি আরও জানান, আটক দুজনসহ তিনজনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে ওই স্বর্ণসহ শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
গত বছর এই সীমান্ত এলাকায় অর্ধশতাধিক কেজি সোনা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে গত ১৭ জানুয়ারি এ উপজেলার পাঁচভূলোটের নয়কোনা বটতলা থেকে প্রায় সাড়ে সাত কেজি ওজনের সোনার বার আটক হয়।প্রাইভেটকারের মিটারবক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয় সোনার বারগুলো।
ওই সময় খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানিয়েছিলেন, গত এক বছরে এ সীমান্তে ২১টি অভিযানে মোট ৫৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ওইসব ঘটনায় স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত সন্দেহে ২১ জনকে আটক করা হয় এবং আটক সোনার বাজারমূল্য ৪২ কোটি টাকা।
আপনার মতামত লিখুন :