যশোরের শার্শা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে উলাশি-বল্লা সড়কের কামারবাড়ি মোড়ে ঘটনাটি ঘটেছে বলে জানান শার্শা থানার ওসি এস এম আকিকুল ইসলাম।
নিহত গোলাম রাব্বি পিয়াস ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের মজনু আলীর ছেলে। ১৫ বছর বয়সী পিয়াস উলাশি বর্ণমালা বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র।স্বজনদের বরাতে ওসি বলেন, শার্শার উলাশি বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিকালে আরও একজন আরোহীসহ মোটরসাইকেল চালিয়ে মির্জাপুর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন পিয়াস।
পথে কামারবাড়ী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুমড়ে মুচড়ে গিয়ে মোটরসাইকেল দুটির তিন আরোহী মারাত্মকভাবে আহত হন।স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে পিয়াস মারা যায় বলে জানান ওসি।
আপনার মতামত লিখুন :