বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজও বাংলাদেশ স্বাধীন হতো না। সেই মহানায়কের কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কথা চিন্তা করে কাঁদা মাটি মাখানো বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্র হিসাবে দাঁড় করেছে। ঢাকুরিয়া থেকে যে দিকে যাবেন সব দিকে নতুন পিঁচের রাস্তা। শুধু ঢাকুরিয়া, মণিরামপুর নয় সারা বাংলাদেশ আজ সোনার দেশ হিসেবে গড়ে উঠেছে। সারা দেশে কৃষি খাত, রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদ্রসা, মজিদ ও মন্দিরসহ যেখানে দেখবেন সেখানে শেখ হাসিনার ছুয়া রয়েছে। বাংলাদেশকে আরো উন্নত করার জন্য জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে দেশকে স্মার্ট দেশ গড়ার সুযোগ করে দিবেন। ৭১ পরাজিত শক্তির পিছন থেকে সরে সবাই এক হয়ে নৌকা মার্কাকে আরো শক্তিশালি করবেন। বৃহস্পতিবার ঢাকুরিয়া-প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমি ভবন উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি এসব কথা বলেন। ঢাকুরিয়া-প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বাবলু সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মণিরামপুর উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র কাজী মাহামুদুল হাসান, আওয়ামীলীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ আহবায়ক উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্ত্তী, ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আইয়ুব আলী গাজী, ভোজগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ঢাকুরিয়া কলেজ অধ্যক্ষ তাপস কুন্ডু, ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক জি এম মঞ্জরুল হাসান সাজ্জাদ, ঢাকুরিয়া যুবলীগ সভাপতি জয়ন্ত বসু, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার সরকার, অসিত মুজুমদার, মোহনলাল কুন্ডু, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যপক বীরেন বিশ্বাস।
আপনার মতামত লিখুন :