AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
banner

ভ্যানচালককে গলা কেটে হত্যা, সবজি বিক্রেতাকে প্রাণ ভিক্ষা


FavIcon
রাজশাহী,প্রতিবেদক:
প্রকাশিত: মে ২১, ২০২৩, ১১:৫০ এএম
ভ্যানচালককে গলা কেটে হত্যা, সবজি বিক্রেতাকে প্রাণ ভিক্ষা
ভ্যানচালককে গলা কেটে হত্যা, সবজি বিক্রেতাকে প্রাণ ভিক্ষা

রাজশাহীর পুঠিয়ায় কুদ্দুস আলী (৫০) নামে এক ভ্যানচালককে ছুরি দিয়ে গলা কেটে হত্যা ও আব্দুল আওয়াল (৬০) নামে এক সবজি বিক্রেতা প্রাণ ভিক্ষা দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার ভোর পৌনে ৪টার দিকে পুঠিয়ার গাওপাড়া বাজারের পাশে এ ঘটনা ঘটে।

কুদ্দুস চারঘাট উপজেলার নন্দনগাছি বাড়ির বাসিন্দা এবং আওয়াল পুঠিয়া সদরের কান্দ্রা গ্রামের বাসিন্দা।

আব্দুল আওয়াল জানান, নিয়মিত তিনি ওই ভ্যানচালককে নিয়ে ভোরে নাটোর রেল স্টেশনের পাইকারি বাজারে সবজি কিনতে যান। পুঠিয়া রাজবাড়ি বাজারে তার একটি সবজির দোকান আছে। ভোরে নাটোর যাবার পথে গাওপাড়া বাজারের কাছে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত তাদের ধারালো ছুরি দেখিয়ে পাশের একটি ফাঁকা জমিতে নিয়ে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। তিনি তাদের কাছে অনেক প্রাণ ভিক্ষা চান। তবে তারা তাকে মারধর করেছে আর ভ্যানচালককে হত্যা করেছে। এ সময় দুর্বৃত্তরা তাদের কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, সকাল ছয়টার দিকে কাজের জন্য লোকজন মাঠে গেলে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় দুই ব্যক্তিকে দেখতে পেয়ে তাদেরকে খবর দেয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ঘটনাটি মর্মান্তিক। ঘটনাস্থলে একটি ছুরি পড়ে থাকতে দেখা গেছে। আলামতটি উদ্ধারের জন্য ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) ডাকা হয়েছে।

তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে।

 

 

Banner
Side banner
Side banner