বাগেরহাট জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমান বলেছেন "স্মার্ট ভূমি সেবায়, ভূমি মন্ত্রণালয়" ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার মধ্য দিয়ে নাগরিকসেবাকে সহজীকরন করা হয়েছে।সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষে "স্মার্ট ভূমি সেবায়,এখন ভূমি মন্ত্রণালয়" সোমবার (২২ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে এর শুভ উদ্ভোধন পরবর্তি জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে আয়েজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এর আগে একটি বর্নাঢ্য র্যালী জেলা প্রশাসন চত্তর প্রদক্ষিন করে সন্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র্যালী ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিভাগের দপ্তর প্রধানগন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরবিন্দু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান আরো বলেন, অনলাইনে ভূমি মালিকেরা রেজিষ্ট্রেশন করলে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবেন এবং ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন এটি যাতে সহজলভ্য হয় তার জন্যই অনলাইন সেবা দেয়া হচ্ছে।আমরা যদি সচেতন হই তাহলে আমরা বিভিন্ন ধরণের হয়রানি থেকে নিজেদের রক্ষা করতে পারবো সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ডিজিটাল ভূমি সেবা একটি বিশেষ মাইলফলক হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :