AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
banner

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া বোম্ব ক্যালরিমিটার মেশিন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর


FavIcon
মোঃসালমান মুহাইমিন,বাগেরহাট,প্রতিবেদক:
প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৭:৫৪ পিএম
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া বোম্ব ক্যালরিমিটার  মেশিন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া বোম্ব ক্যালরিমিটার মেশিন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর

রামপালের বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি (রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে'র) মৈত্রী সুপার থারমাল পাওয়ার প্রজেক্টের  চুরি হয়ে যাওয়া ৪৭ লক্ষ টাকা মূল্যের (Bomb Calorimeter) কয়লা টেস্টিং   মেশিন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। ২৪ মে বুধবার সন্ধা ৬টায় আদালতের নির্দশে রামপাল থানা পুলিশ তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রতিনিধি ওয়ালিউল্লাহর কাছে এ মেশিন হস্তান্তর করে। উল্লেখ্য গত ১৫ জানুয়ারী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মৈত্রী থারমাল পাওয়ার প্রজেক্টের কয়লা টেস্টিং ল্যাব-২ থেকে  মেশিনটি  চুরি করে নিয়ে যায়।  পরবর্তীতে রামপাল থানা পুলিশের একটি চৌকশ দল ঢাকার যাত্রাবাড়ী থানার কোনাপাড়াস্থ দরবার শরীফ রোডের  হারুনুর রশিদের বাসা থেকে অভিযান চালিয়ে (Bomb Calorimeter)   মেশিনটি উদ্ধার করে।
উদ্ধার পরবর্তী বিভিন্ন সময়ে সাত জন চোরকে পুলিশ  আটক করে এবং  জেল হাজতে প্রেরণ করে।
এ বিষয়ে রামপাল থানার ওসি এস.এম. আশরাফুল আলম সাংবাদিকদের বলেন যে, বিজ্ঞ আদালতের নির্দেশে মেশিনটি তাপবিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা ওয়ালিউল্লাহর নিকট হস্তান্তর করা হয়েছে।

 

Banner
Side banner
Side banner