বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর গ্ৰামে প্রবাসীর স্ত্রী মৌসুমী খাতুন(৩০) বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঘটে সকাল অনুমান ৯ ঘটিকার সময় কান্তনগর গ্ৰামে।
সুত্রে জানা যায় যে উপজেলার কালের পাড়া ইউনিয়নের কান্তনগর গ্ৰামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী মৌসুমী খাতুন ২৫-০৫-২০২৩ইং তারিখ সকাল ৯ ঘটিকার সময় প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের একপর্যায়ে মনোমালিন্য হয়ে মোবাইল ফোন রেখে স্বামীর প্রতি অভিমান করে। তার স্বামীর বসতবাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হইয়া ঘরের ভিতরে পড়িয়া ছটফট করিতেছিল। তখন তার নিকটতম আত্মীয়-স্বজন ছটফট দেখে তাকে উদ্ধার করে দ্রুত ধুনট উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় রেফার্ড করেন। চিকিৎসাধীন অবস্থায় সে শজিমেক হাসপাতালে অদ্যই ১ ঘটিকায় মৃত্যুবরণ করে। মৃতদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় মর্গে আছে বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :