AlokitoBangla
  • ঢাকা শনিবার, ০৯ ডিসেম্বর, ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০
banner

৯ নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী


FavIcon
অর্থনীতি প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৭:৩৪ পিএম
৯ নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী
৯ নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী

নয়টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার। বিশ্ববাজারের সাথে সঙ্গতি রেখে আগামী সাত দিনের মধ্যে নির্ধারণ হবে নতুন এ দাম।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।তিনি বলেন, বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে নয়টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের তালিকা করে দেবে সরকার। পণ্যের দাম নির্ধারণে ১৫ দিন অতিক্রম হয়েছে। আগামী সাত দিনের মধ্যে দামের নতুন তালিকা প্রকাশ করা হবে।

ডিমের বাজারের অস্থিরতার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী জানান, মুরগির খাদ্য, পরিবহন খরচ ও অন্যান্য দাম বিবেচনায় রেখে ডিমের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করে দেবে মন্ত্রণালয়। এছাড়া খাদ্যপণ্য, তেল ও স্টিলসহ আরো বেশ কিছু পণ্যের দাম নির্ধারণ হবে বলে জানান মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্যের আগে দেশের বাজারে আবারো দাম বেড়েছে বেশ কয়েকটি পণ্যের। এর মধ্যে রয়েছে চাল, ডিম, সবজিসহ আরো কয়েকটি পণ্য। যে ডিম গত মাসে ক্রেতাদের নাজেহাল করে ছেড়েছে তার দাম আবারো বেড়েছে। শুক্রবার খুচরা বাজারে ডজনপ্রতি ডিম ১৩০ টাকা থেকে বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 

 

 

Banner
Side banner
Side banner