AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
banner

আগামী বছর থেকে পুনর্বিন্যাসিত সিলেবাসে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী


FavIcon
চাঁদপুর,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ৭, ২০২৩, ০৭:১০ পিএম
আগামী বছর থেকে পুনর্বিন্যাসিত সিলেবাসে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী
আগামী বছর থেকে পুনর্বিন্যাসিত সিলেবাসে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি জানিয়েছেন, আগামী বছর থেকে পূর্ণ সিলেবাসে না হলেও সিলেবাস পুনর্বিন্যাস করে এইচএসসি পরীক্ষা নেয়া হবে।

তিনি বলেন, আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌর মেয়র জিল্লুর রহমান, পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিাছ, ১৩ নম্বর ওয়ারডের কাউন্সিলর মো: আলমগীর গাজী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রুমা পাটোয়ারি প্রমুখ।

পরে তিনি যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর গাজীর মায়ের জন্য দোয়া অনুষ্ঠানে অংশ নেন।

 

 

Banner
Side banner
Side banner