AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
banner

ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করছে : শিক্ষামন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২, ০৬:৪৫ পিএম
ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করছে : শিক্ষামন্ত্রী
ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, ইবতেদায়ী মাদরাসাগুলো ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার উন্নয়নে সরকার কাজ করছে।

বুধবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক প্রতিনিধিদের সাথে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী একথা বলেন।

আলোচনা সভায় উপস্থিত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা দেশে মৌলিক শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। এছাড়াও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার অবদান রয়েছে।এ সময় শিক্ষক প্রতিনিধিরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সংশ্লিষ্ট বিভিন্ন দাবি উপস্থাপন করেন।

 

Banner
Side banner

শিক্ষা বিভাগের আরো খবর

Small Banner
Side banner