AlokitoBangla
  • ঢাকা রবিবার, ২৫ জুলাই, ২০২১, ১০ শ্রাবণ ১৪২৮

স্টার সিনেপ্লেক্সে প্রিয়মণি অভিনীত ‘কসাই’


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:৪২ পিএম
স্টার সিনেপ্লেক্সে প্রিয়মণি অভিনীত ‘কসাই’

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তির পর এবার বড় পর্দায় আসছে প্রিয়মণি অভিনীত ‘কসাই’ সিনেমাটি। আগামীকাল শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন প্রিয়মণি।এ সম্পর্কে তিনি বলেন, আমার প্রথম সিনেমা ‘কসাই’ প্রথমবারের মত বড় পর্দায় যাচ্ছে বিষয়টি আমার জন্য খুবই আনন্দের। আপনার সবাই আমার জন্য দোয় করবেন এবং অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখবেন।গত রোজার ঈদে সিনেমাটি আই থিয়েটারে মুক্তি পায়। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন নিরব।'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮' প্রতিযোগিতার সেরা দশে ছিলেন অভিনেত্রী প্রিয়মণি। এরপর অভিনয় করেন চলচ্চিত্রে। তার অভিনীত প্রথম সিনেমা রাজু আলীম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসার প্রজাপতি’। এতে তার সহশিল্পী চিত্রনায়ক শিপন মিত্র। সিনেমাটির কিছু দৃশ্যের কাজ এখনো বাকি আছে।
 

Side banner