AlokitoBangla
  • ঢাকা রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৪ আশ্বিন ১৪২৮

মদ খেয়ে বেপরোয়া ড্রাইভিং, গুরুতর আহত অভিনেত্রী


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ০৮:১৩ পিএম
মদ খেয়ে বেপরোয়া ড্রাইভিং, গুরুতর আহত অভিনেত্রী
তামিল অভিনেত্রী যশিকা আনন্দ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তামিল অভিনেত্রী যশিকা আনন্দ। তবে তার এক বন্ধু ঘটনাস্থলেই নিহত হয়েছেন।শনিবার মধ্যরাতে তামিলনাডুর চেঙ্গালপেটের ইসিআর রাজ্য সড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের। যশিকা তার তিন বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে ঘটনাস্থলে মারা যান যশিকার বন্ধু ভাল্লিচেত্তি ভবানী।গাড়িটি দুমড়ে মুচড়ে যাওয়ায় তাকে বের করতে পারেননি স্থানীয়রা। ভবানী আমেরিকায় একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন।পুলিশ জানিয়েছে, গাড়িতে মোট তিনজন আরোহী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা মধ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তবে যশিকা ও তার আরেক বন্ধু সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে।প্রসঙ্গত যশিকা আনন্দ মূলত তামিল ও তেলেগু সিনেমায় কাজ করেন। ২০১৮ সালে তিনি তামিল বিগ বস প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচিত হন।

Side banner