AlokitoBangla
  • ঢাকা রবিবার, ২৪ অক্টোবর, ২০২১, ৯ কার্তিক ১৪২৮

শোক কাটিয়ে কাজে ফিরছেন শেহনাজ


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ১২:৩৭ পিএম
শোক কাটিয়ে কাজে ফিরছেন শেহনাজ
শোক কাটিয়ে কাজে ফিরছেন শেহনাজ

ভালোবাসার মানুষ সিদ্ধার্থ শুক্লাকে হারিয়েছেন কিছুদিন আগেই। তারপর থেকে একপ্রকার ঘরবন্দি ছিলেন শেহনাজ গিল । সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও নিজেকে গুটিয়ে রেখেছিলেন শেহনাজ। তবে শেষ পর্যন্ত জনসমক্ষে এসেছেন শাহনাজ। সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জ ও সোনম বাজওয়ার নতুন সিনেমা 'হঁসলা রাখ'-এর প্রচারে দেখা গিয়েছে শেহনাজ। সাথে সাথেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। গত ২ সেপ্টেম্বর মাত্র ৪০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হয়েছে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। অভিনেতার মৃত্যুর পরেই একেবারে মুষড়ে পড়েছিলেন শেহনাজ। সিদ্ধার্থের শেষকৃত্যে সেই চিত্র স্পষ্ট দেখা যায়। সেই পরিস্থিতি নিজেকে অনেকটা সামলে  উঠে দাড়াচ্ছেন শেহনাজ। উল্লেখ্য বিখ্যাত রিয়েলিটি শো বিস বস-১৩ তে সিদ্ধার্থ শুল্কা ও শেহনাজ গিলের রসায়ন সবার নজর কাড়ে।বিগ বস থেকে বেরিয়েও দুজনের সম্পর্ক ভালো ছিল এবং একসঙ্গে বেশ কিছু কাজও করেছেন তারা।‌সম্প্রতি টেলিভিশনে শেহনাজের সঙ্গেই শেষবার দেখা গিয়েছে সিদ্ধার্থকে। রিয়্যালি‌ট‌ি শো ডান্স দিওয়ানে ৩, সানডে কা ভার এবং বিগ বস ওটিটি-তে একসঙ্গে হাজির হয়েছিলেন সিদ্ধার্থ ও শেহনাজ। সেখানেও দুজনের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। সিদ্ধার্থ ও শেহনাজের প্রেমের গল্প নিয়ে'সিলসিলা সিদনাজ কা' নামে একটি সিনেমাও তৈরি হয়েছিলো। কিছুদিন আগেই সিদ্ধার্থ ও শেহনাজ  একটি মিউজিক ভিডিও শ্যুট করেছিলেন একসঙ্গে। সেটির গান গেয়েছেন শ্রেয়া ঘোষাল। গত ২ সেপ্টেম্বর সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যুর পর সেই মিউজিক ভিডিওর বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তারপর দীর্ঘ বিরতিতে কাজে ফিরলেন শেহনাজ।

Side banner