AlokitoBangla
  • ঢাকা মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ১৬ অগ্রহায়ণ ১৪২৮

বেকহামের কোমর ধরে ছবি তুললেন বাঙালি অভিনেত্রী


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ০৫:৩৯ পিএম
বেকহামের কোমর ধরে ছবি তুললেন বাঙালি অভিনেত্রী
বেকহামের কোমর ধরে ছবি তুললেন বাঙালি অভিনেত্রী

হিন্দি টেলিভিশনের ‘নাগিন’ মৌনি রায়ের সঙ্গে এক ফ্রেমে ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেবিড বেকহাম! পোশাকেও রঙের মিল পাওয়া গেল, পরস্পরের কোমর জড়িয়ে রোমান্টিক পোজ দিলেন দুজনে! এই ছবি দেখে ভারতীয় ফুটবলভক্তরা বিস্মিত। ইনস্টাগ্রাম ওয়ালে বেকহামের সঙ্গে এই ছবি শেয়ার করেছেন মৌনি। নায়িকা নিজেও বিশ্বাস করতে পারছেন না, ডেভিড বেকহামকে কাছে পেয়ে উত্তেজিত মৌনি, ছবির ক্যাপশনে লিখেছেন- ‘এটা কী ঘটল? চড্ডা তৈরি করেছিলেন ‘বেন্ড ইট লাইক বেকহাম’। বেকহামের প্রেমে পাগল এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ তরুণীর গল্প বলে এই ছবি। ভারতীয়রা তাড়িয়ে উপভোগ করেছিল সেই ছবি। ফুটবলকে বিদায় জানালেও ভারতে বেকহামের প্রতি ক্রেজ এতটুকুও কমেনি, এই ছবি তাঁর জলজ্যান্ত প্রমাণ। ছবিতে কালো শর্ট গাউনে পাওয়া গেল মৌনিকে, বেকহামের দেখা মিলল হালকা নীল ফরমাল শার্ট, কালো ব্লেজার আর সাদা প্যান্টে। মৌনির পোস্টের কমেন্ট বক্সে বলিউড তারকাদের মন্তব্যের বন্যা। ঈর্ষা করে কেউ লিখেছেন, ‘এটা হতে পারে না’, কেউ লিখেছেন ‘দুর্দান্ত’। মৌনি ছাড়া বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরও বেকহামের সঙ্গে ছবি পোস্ট করেছেন। আসলে দুই নায়িকা উপস্থিত ছিলেন কাতারের রাজধানী দোহায় আয়োজিত এফ ওয়ান টুর্নামেন্টে। সেখানেই ব্রিটিশ ফুটবল আইকনের সঙ্গে দেখা হয় তাঁদের। মৃণালের ছবির কমেন্ট বক্সে রণবীর সিং তো লিখেই ফেললেন ‘সেক্স গড’।

 

Side banner