AlokitoBangla
  • ঢাকা বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
banner

এস আর মিউজিক স্টার অ্যাওয়ার্ড পেলেন নায়িকা তানিন সুবহা


FavIcon
মোঃ মারুফ সরকার,নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০৯:০৮ পিএম
এস আর মিউজিক স্টার অ্যাওয়ার্ড পেলেন নায়িকা তানিন সুবহা
এস আর মিউজিক স্টার অ্যাওয়ার্ড পেলেন নায়িকা তানিন সুবহা

রাজধানী ঢাকার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এস আর মিউজিক স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয় গতকাল শনিবার রাতে।জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা সি আইপি হারুন অর রশীদ।এই প্রজন্মের তরুণ নায়িকা তানিন রহমান সুবাহকে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

চিত্রনায়িকা তানিন রহমান সুবাহ  বলেন,এই অ্যাওয়ার্ড আমাকে ভবিষ্যতে আরো বেশি কাজের জন্য উৎসাহিত করবে। এবং এস আর মিউজিকের সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লখ্য, তানিন রহমান সুবাহ ইতিমধ্যে ১৩টি সিনেমায় কাজ করছেন, এর মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে অবাস্তব ভালোবাসা, ভালো থেকো,মাটির পরী।এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে আরো ৩টি সিনেমা।   

 

Banner
Side banner
Side banner