AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০
banner

ঢাকায় আসছেন সালমানের ভাই আরবাজ খান


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৩, ০৪:৩৪ পিএম
ঢাকায় আসছেন সালমানের ভাই আরবাজ খান
ঢাকায় আসছেন সালমানের ভাই আরবাজ খান

ঢাকা ও চট্টগ্রামে বলিউড সুপারস্টার সালমান খানের মালিকানাধীন পোশাকের ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’-এর আরও দুটি আউটলেট চালু হচ্ছে। আর ভাইয়ের মালিকানাধীন পোশাক ব্র্যান্ডের আউটলেট উদ্বোধনের জন্য ঢাকায় আসছেন বলিউড সুপারস্টার সালমান খানের ভাই অভিনেতা, পরিচালক ও প্রযোজক আরবাজ খান। সঙ্গে আরও আসবেন তার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী এবং বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের চীফ অপারেটিং অফিসার ভিভেক সান্দোয়ার।

জানা গেছে, জনপ্রিয় ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক আরবাজ খান আগামী ৭ এপ্রিল ঢাকার ধানমন্ডিতে ১৬ নম্বর রোডের (পুরান-২৭) ৩৬ নম্বর বাড়িতে দ্বিতীয় আউটলেটটির উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী এবং বিয়িং হিউম্যান ক্লোথিংয়ের চিফ অপারেটিং অফিসার ভিভেক সান্দোয়ার। আর তৃতীয় আউটলেটটি আগামী ৯ এপ্রিল চট্টগ্রামের খুলশিতে জাকির হোসেন রোডের রহিম প্লাজা দে সিপিডিএলের লেবেল-২, ৫-এ উদ্বোধন করা হবে।

গত বছর ১৪ সেপ্টেম্বর বনানীতে প্রথম আউটলেট চালুর মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা করেছিল ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লোথিং’। এই পোশাক ব্র্যান্ডটির ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন ক্রিমসনকাপ বাংলাদেশের কো-ওনার রেহান রহমান এবং মোহাইমিন মোস্তফা। তাদের মালিকানাধীন আরও কয়েকটি স্বনামধন্য ব্র্যান্ড রয়েছে।

উদ্বোধন উপলক্ষে ধানমন্ডি আউটলেটে প্রথম ২৫ জন ক্রেতাকে সালমান খানের ব্রেসলেট এবং চট্টগ্রামে প্রথম ২৫ জনকে এই সুপারস্টারের সাইন করা ক্যাপ উপহার দেওয়া হবে। ধানমন্ডিতে উদ্বোধনী অনুষ্ঠানে আরবাজ খান ছাড়াও বিশিষ্ট ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা উপস্থিত থাকবেন।

 

Banner
Side banner
Side banner