AlokitoBangla
  • ঢাকা শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
banner

অভিনেত্রী তানজিন তিশা ব্যক্তিগত ভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: জুন ১, ২০২৩, ০৩:৪৩ পিএম
অভিনেত্রী তানজিন তিশা ব্যক্তিগত ভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন
অভিনেত্রী তানজিন তিশা

সোমবার রাতে চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। আর এসব ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এই বিষয়ে এতোদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন অভিনেত্রী তানজিন তিশা। এমন ঘটনায় রাজের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। বুধবার রাত ১০টা ৩৯ মিনিটে নিজের ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন তিশা। সেখানে লিখেন, দুটি শো-তে অ্যাটেন্ড করার কারণে বেশ কিছুদিন ধরে আমি আমেরিকাতে আছি। বাংলাদেশে যখন সকাল তখন এখানে গভীর রাত। এজন্য বাংলাদেশের খবরাখবর খুব বেশি জানি না আমি। আমাকে জড়িয়ে যে ঘটনাটা ঘটে গেছে, সেটি পরে আমি দেখেছি, জানতে পেরেছি। তিশা লিখেন, বিষয়টি দুঃখজনক। এটা নিয়ে আমি বলতে চাই, স্যোশাল মিডিয়াতে আমার যে ভিডিও ছাড়া হয়েছে সেটা আমার একান্তই ব্যক্তিগত ভিডিও।৬-৭ বছর আগে আমরা বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলাম। যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্লেনেশন দেয়ার কিছু আছে বলে মনে করি না। প্রত্যেক মানুষের নিজস্ব জীবন আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিগত ব্যাপার আছে যেটাকে জাজ করার অধিকার অন্য কাউকে আমি দিতেও চাই না। তাই আমার দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্য এতটুকুই বলব ৬-৭ বছর আগের সামান্য একটা ক্লিপ দিয়ে ব্যক্তি তানজিন তিশাকে জাজ করে ফেলবেন না, প্লিজ। আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমি আজ এই পর্যন্ত এসেছি... আমার অভিনয় আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখবেন, আমি আমার অভিনয় দিয়েই আপনাদের কাছে বেঁচে থাকতে চাই সবসময়, প্রিয় হয়ে থাকতে চাই।

 

 

Banner
Side banner
Side banner