AlokitoBangla
  • ঢাকা শুক্রবার, ১৮ জুন, ২০২১, ৪ আষাঢ় ১৪২৮

গর্ভাবস্থায় মায়েদের প্যারাসিটামল সেবনে অটিজমের আশঙ্কা


FavIcon
আলোকিত বাংলা ডেস্ক:
প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৭:৪০ পিএম
গর্ভাবস্থায় মায়েদের প্যারাসিটামল সেবনে অটিজমের আশঙ্কা
গর্ভাবস্থায় মায়েদের প্যারাসিটামল সেবনে অটিজমের আশঙ্কা

নতুন এক গবেষণায় দেখা গেছে যে, গর্ভাবস্থায় মায়েদের প্যারাসিটামল সেবন করার ফলে, পরবর্তীতে শিশুদের মধ্যে এডিএইচডি (মনোযোগের ঘাটতির ব্যাধি বা রোগ) এবং অটিজমের (এএসসি) লক্ষনসমূহ দেখা গিয়েছে। মহামারিবিজ্ঞা্নের একটি গবেষনায়, ৭০ হাজারেরও বেশি শিশুর উপর পরীক্ষা করে ৬ জনের একটি ইউরোপীয় গবেষক দল জানায়, গর্ভাবস্থায় মায়েদের প্যারাসিটামল (অ্যাসি্টামিনোফেন) ব্যবহারের সাথে এডিএইচডি (মনোযোগের ঘাটতির ব্যাধি বা রোগ) এবং অটিজম (এএসসি) হওয়ার আশঙ্কা রয়েছে।নতুন এক গবেষণায় দেখা গেছে যে, গর্ভাবস্থায় মায়েদের প্যারাসিটামল সেবন করার ফলে, পরবর্তীতে শিশুদের মধ্যে এডিএইচডি (মনোযোগের ঘাটতির ব্যাধি বা রোগ) এবং অটিজমের (এএসসি) লক্ষনসমূহ দেখা গিয়েছে।একটি ইউরোপীয় মহামারিবিজ্ঞা্ন বিষয়ক সাময়িক পত্রিকায় প্রকাশিত হওয়া এ সমীক্ষাটির নেতৃত্বে ছিল, "লা কাইসা" ফাউন্ডেশন অনুমোদিত একটি কেন্দ্র বার্সেলনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ ( আইএসগ্লোবল)।ছয় সদস্য বিশিষ্ট ইউরোপীয় একটি দল, ৭০ হাজারেরও বেশি শিশুদের মধ্যে গবেষণা চালিয়ে এই তথ্যটি প্রকাশ করেন।গবেষকরা , মোট ৩,৮৮১ জন শিশুদের বিশ্লেষণ করেছেন যাদের মধ্যে প্যারাসিটামলের প্রসবকালীন বা প্রসবোত্তর এক্সপোজার হয়েছে, তাদের মধ্যে  এএসসি বা এডিএইচডি অন্তত একটি উপসর্গ দেখা গেছে । গবেষনার উপর নির্ভর করে, ১৪শতাংশ থেকে ৫৬শতাংশ মা গর্ভবতী হওয়ার সময় প্যারাসিটামল সেবনের কথা জানিয়েছেন।

 

 

 

Side banner